আকিজ গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি - আকিজ গ্রুপে চাকরি

আকিজ গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি - আকিজ গ্রুপে চাকরি, Akij Group Job Circular 2021. আকিজ গ্রুপে জব সার্কুলার,

আকিজ গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১:

আকিজ গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি - Akij Group Job Circular 2021 প্রকাশিত হয়েছে। আকিজ গ্রুপে বেশ কিছু সংখ্যক পদে জনবল নিয়োগ দেওয়া হয়েছে। তাই দেরি না করে আপনার যোগ্যতা ও অভিজ্ঞতা অনুযায়ী আপনি আবেদন করুন। তাছাড়া আমাদের ওয়েবসাইটে সরকারি চাকরি, বেসরকারি চাকরি, কোম্পানির চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেয়ে যাবেন। আরও এই ওয়েবসাইটে আপনারা পেয়ে যাবেন সাপ্তাহিক চাকরির খবর প্রতি বৃহস্পতিবার রাতে দেওয়া হয়। আকিজ গ্রুপে চাকরির জব সার্কুলার ২০২১ -এর সম্পূূর্ণ বিস্তারিত তথ্য সম্পর্কে নিচে দেয়া হল।


আকিজ গ্রুপে জব সার্কুলার 2021


Akij Group Job Circular 2021

আকিজ গ্রুপএর অঙ্গ প্রতিষ্ঠান আকিজ সিরামিকস্ লিঃ, (ফসেট প্লান্ট) মােক্ষ্মপুর , ত্রিশাল, ময়মনসিংহ-এ জরুরী ভিত্তিতে নিম্নবর্ণিত পদে নিয়ােগের জন্য সংশ্লিষ্ট কাজে যােগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহবান করা হচ্ছে।


প্রতিষ্ঠানের নাম আকিজ গ্রুপ
চাকরির ধরন কোম্পানীর চাকরি
পদবীর সংখ্যা বেশ কিছু সংখ্যক জনবল নিয়োগ
কাজের সময় ফুলটাইম
শিক্ষাগত যোগ্যতা পঞ্চম-এইচএসসি 
বয়সসীমা বিজ্ঞপ্তিতে দেখুন
অফিসিয়াল ওয়েবসাইট https://www.akij.net/
আবেদন শেষ সময়
০৯ আগষ্ট ২০২১

আরও দেখুনঃ 
  1. এনজিও চাকরির জব সার্কুলার ২০২১
  2. নগদ মোবাইল ব্যাংকিং জব সার্কুলার ২০২১

আকিজ গ্রুপে চাকরি

    সুপারভাইজার / ইনচার্জ / অফিসার (সেন্ডকোর, ব্রাশ কাস্টিং, গ্রাইন্ডিং, পলিসিং, এসেম্বলি, টেস্টিং এন্ড লেজার সাইন এবং প্যাকেজিং
    শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে ন্যূনতম এস.এস.সি / এইচ.এস.সি / ডিপ্লোমা পাশ হতে হবে।  

    সুপারভাইজার / ইনচার্জ / অফিসার (কোয়ালিটি কন্ট্রোল, স্টোর, ডিস্ট্রিবিউশন/স্টক, ইটিপি/ডব্লিউটিপি)।
    শিক্ষাগত যোগ্যতা: এস.এস.সি / এইচ.এস.সি / ডিপ্লোমা পাশ হতে হবে ।

    সুপারভাইজার / ইনচার্জ / অফিসার (সি.এন.সি / ভি.এম.সি)। শিক্ষাগত যোগ্যতা : ডিপ্লোমা ইন টুল ডিজাইন / গ্রাজুয়েট ইন মেকানিক্যাল পাশ হতে হবে । ৪. সুপারভাইজার / ইনচার্জ / অফিসার ( ইলেক্ট্রোপ্লেটিং / নিকেল প্লান্ট )।
    শিক্ষাগত যোগ্যতা: ডিপ্লোমা / গ্রাজুয়েট (ইন – কেমিক্যাল) পাশ হতে হবে ।

    সুপারভাইজার / ইনচার্জ / অফিসার ( মন্ডস, টুল এন্ড ডাইমেকিং, ফসেট মন্ডস ডিজাইন)।
    শিক্ষাগত যোগ্যতা: এস.এস.সি / এইচ.এস.সি / ডিপ্লোমা / গ্রাজুয়েট পাশ হতে হবে ।

    সিনিয়র অপারেটর / ফোরম্যান (সি.এন.সি / ডি.এম.সি)
    শিক্ষাগত যোগ্যতা: এস.এস.সি / এইচ.এস.সি / ডিপ্লোমা পাশ হতে হবে।

    সিনিয়র অপারেটর / ফোরম্যান (অনলাইন কোয়ালিটি ইন্সপেকশন)
    শিক্ষাগত যোগ্যতা: এস.এস.সি / এইচ.এস.সি / ডিপ্লোমা পাশ সহ কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে।

    অপারেটর (সেন্ড মিক্সিং, সেন্ড ব্লাস্ট, গ্রেভিটি ডাই কাস্টিফারসেন, লাে প্রেসার ডাই কাস্টিং / ফারনেস, ব্রাশ কাটিং / শেয়ারিং, গ্রাইন্ডিং, পলিসিং / বাফারিং, ইলেক্ট্রোপ্লেটিং, পিভিডি লাইন, এসেম্বল, টেস্টিং, প্যাকেজিং, ইটিপি / ডব্লিউটিপি, ফর্কলিফট, লেজার সাইন)
    শিক্ষাগত যোগ্যতা: পঞ্চম শ্রেনী পাশ হতে হবে।

    ইলেক্ট্রিশিয়ান / টেকনিশিয়ান (ইলেক্ট্রিক্যাল)
    শিক্ষাগত যোগ্যতা: এস.এস.সি. / ৬ মাসের ইলেকট্রিক্যাল ট্রেড কোর্স পাশ।

    মেকানিক / টেকনিশিয়ান (মেইনটেন্যান্স)। 
    শিক্ষাগত যোগ্যতা: এস.এস.সি. / ৬ মাসের মেকানিক ট্রেড কোর্স পাশ হতে হবে। 

    অপারেটর (স্টিম বয়লার)
    শিক্ষাগত যোগ্যতা: পঞ্চম শ্রেনী পাশ হতে হবে। বয়লার চালনায় পারদর্শী লাইসেন্স থাকতে হবে।

    ওয়েন্ডার , প্লাম্বার (মেইনটেন্যান্স)।
    শিক্ষাগত যোগ্যতা: পঞ্চম শ্রেনী পাশ হতে হবে।

    ওয়েন্ডার, প্লাম্বার (মেইনটেন্যান্স)
    শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে ন্যূনতম পঞ্চম শ্রেণী পাশ হতে হবে।

    Akij Group Job Circular 2021

    উপরে বর্ণিত ১ থেকে ৮ নং পদের জন্য শুধুমাত্র যে কোন ট্যাপস এন্ড ফসেট ইন্ডাষ্ট্রিতে কমপক্ষে ৭-১০ বৎসরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং ৯ থেকে ১২ নং পদের জন্য যে কোন ইন্ডাষ্ট্রিতে কমপক্ষে ৭-১০ বৎসরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে । উল্লিখিত যােগ্যতাসম্পন্ন প্রার্থীদেরকে সদ্য তােলা দুই কপি পাসপাের্ট সাইজের রঙিন ছবি এবং ফোন নাম্বার সহ পূর্ণ জীবন বৃত্তান্ত, জাতীয় পরিচয়পত্র / জন্মসনদ, সকল শিক্ষাগত যােগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্রের ফটোকপি সহ খামের উপর পদের নাম উল্লেখপূর্বক আগামী ০৯/০৮/২০২১ ইং তারিখের মধ্যে এইচআর এন্ড এডমিন বিভাগ, আকিজ গ্রুপ, আকিজ হাউজ, প্রধান কার্যালয়, ১৯৮, বীর উত্তম মীর শওকত সড়ক, তেজগাঁও, ঢাকা-১২০৮-এর বরাবর দরখাস্ত পাঠানাের জন্য অনুরােধ করা যাচ্ছে ।

    Online Apply

    আকিজ গ্রুপে জব সার্কুলার ২০২১

    অফিসিয়াল বিজ্ঞপ্তি ‍বিস্তরিত নিচে দেখুন
    আকিজ গ্রুপে চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি


    চাকরির বিষয়ে যেকোনো প্রশ্ন অথবা মতামত জানাতে নিচে কমেন্ট করতে পারেন। আশা করি উত্তর পাবেন। এই পোস্ট বিভিন্ন সোর্স এর মাধ্যমে প্রকাশিত। আপনাদের চাহিদা অনুযায়ী জব সার্কুলার প্রকাশ করে থাকে Job.Amarload.Com । প্রতিনিয়ত চাকরি খবর আপডেট পেতে  এই সাইট টি বুকমার্ক করে রাখুন।

    আকিজ গ্রুপে চাকরির নিয়োগ ২০২১

    Other tags

    আকিজ গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি, Akij Group Job Circular 2021, আকিজ গ্রুপে চাকরি. আকিজ গ্রুপে চাকরির খবর, আকিজ গ্রুপে নিয়োগ, আকিজ গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি, সরকারি চাকরির নিয়োগ, চাকরির খবর কোম্পানি, akij cement job circular 2021, কোম্পানির চাকরি, আকিজ নিয়োগ বিজ্ঞপ্তি, Akij Group Job Circular ।