আনসার ভিডিপি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ - Ansar VDP Job Circular

আনসার ভিডিপি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ - Ansar VDP Job Circular, আনসার ভিডিপি জব সার্কুলার ২০২১, আনসার ভিডিপি চাকরির খবর ২০২১, ভিডিপি নিয়োগ বিজ্ঞপ্তি.

আনসার ভিডিপি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ঃ

আনসার ভিডিপি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ - Ansar VDP Job Circular প্রকাশিত হয়েছে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিক্ষা বাহিনীর সুশৃঙ্খল, দক্ষ ও কর্মঠ ‘ব্যাটালিয়ন আনসার’ সদস্যগন পার্বত্য চট্টগ্রাম এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর সাথে আপারেশন উত্তরণ এবং সমতল এলাকায় রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা বিধানসহ অন্যান্য বাহিনীর সাথে আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়ােজিত থাকে। বাহিনীর ৩৫০ টি অস্থায়ী ব্যাটালিয়ন আনসারের শূন্য পদ (শুধুমাত্র পুরুষ) পূরণের লক্ষ্যে আগ্রহী বাংলাদেশী পুরুষ প্রার্থীদের নিকট থেকে আবেদন আহ্বান করা যাচ্ছে।

তাই দেরি না করে আপনার যোগ্যতা ও অভিজ্ঞতা অনুযায়ী আপনি আবেদন করুন। তাছাড়া আমাদের ওয়েবসাইটে সরকারি চাকরি, বেসরকারি চাকরি, কোম্পানির চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেয়ে যাবেন। আরও এই ওয়েবসাইটে আপনারা পেয়ে যাবেন সাপ্তাহিক চাকরির খবর প্রতি বৃহস্পতিবার রাতে দেওয়া হয়। আনসার ভিডিপি জব সার্কুলার ২০২১ -এর সম্পূূর্ণ বিস্তারিত তথ্য সম্পর্কে নিচে দেয়া হল।

Ansar VDP Job Circular

আবেদনের নিয়ম

প্রার্থীদেরকে অনলাইনে আবেদন করতে হবে। নিম্নছকে বর্ণিত জেলাসমূহের পাশে উল্লেখিত শূন্য কোটায় বাছাই ও  অংগীভূত করা হবে। উল্লেখ্য, নিয়ােগকৃত ব্যাটালিয়ন আনসার সদস্যদেরকে ০৬ (ছয়) বছর সন্তোষজনক চাকরি সমাপনান্তে স্থায়ী করা হবে। উপযুক্ত প্রার্থীদেরকে নির্ধারিত স্থান ও তারিখে সময়সূচি অনুযায়ী বাছাই কমিটির নিকট শারীরিক যােগ্যতা ও প্রাথমিক বাছাইয়ের জন্য উপস্থিত থাকতে হবে (মােবাইলে SMS এর মাধ্যমে তারিখ এবং সময় জানিয়ে দেয়া হবে)। প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদের একই স্থানে এবং একই তারিখে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদেরকে ০৬ (ছয়) মাস মেয়াদী মৌলিক প্রশিক্ষণের জন্য আনসার ভিডিপি একাডেমি, সফিপুর, গাজীপুরে যােগদান করতে হবে।

আনসার ভিডিপি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১


আনসার ভিডিপি জব সার্কুলার ২০২১


প্রতিষ্ঠানের নাম আনসার ভিডিপি নিয়োগ
চাকরির ধরন সরকারি চাকরি
খালি পদ ৩৫০ জন
আবেদন শুরুর তারিখ ০৯ আগষ্ট ২০২১
শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বাের্ড হতে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ
বয়সসীমা ১৮-৩০ বছর
আবেদনের প্রক্রিয়া http://ansarvdp.gov.bd/
আবেদনের মাধ্যম অনলাইনে
অফিসিয়াল ওয়েবসাইট http://ansarvdp.gov.bd/
আবেদন শেষ সময়
২৬ আগষ্ট ২০২১

আরও পড়ুন:

Bangladesh Ansar VDP Job Circular 2021

শারীরিক যোগ্যতা:
  • উচ্চতা (সর্বনিম্ন): সাধারণ ও অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে ১.৬৭৬ মিটার (৫ ফুট ৬ ইঞ্চি) ও উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে ১.৬২৫ মিটার (৫ ফুট ৪ ইঞ্চি)।
  • ওজন নূন্যতমঃ সাধারণ অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে ৪৯.৮৯৫ কেঞ্জি (১১০ পাউন্ড) ও উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে ৪৭.১৭৩ কেজি (১০৪ পাউন্ড) ।
  • বুকের মাপঃ সাধারণ ও অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে ৮১.২৮-৮৬.৩৬ সে. মি. (৩২-৩৪ ইঞ্চি) এবং উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে ৭৬.২-৮১.২৮ সে. মি. (৩০-৩২ ইঞ্চি)।
  • দৃষ্টিশক্তিঃ ৬/৬। কোন দুৱাৰােগ্য ব্যাধি থাকলে প্রার্থীকে প্রাথমিক বাছাই-এ নির্বাচন হবে না ।
  • শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বাের্ড হতে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
  • বয়স সীমা: ১৬-০৮-২০২১ খ্রিঃ তারিখ ১৮-২২ বছর।
  • বৈবাহিক অবস্থা: অবিবাহিত (তালাকপ্রাপ্ত নয়)।

আনসার ভিডিপি নিয়োগ বিজ্ঞপ্তি

অন-লাইন রেজিস্ট্রেশন পদ্ধতি


ইউনিয়ন ডিজিটাল সেন্টার (UDC) অথবা যেকোন অন-লাইন সুবধা সম্পন্ন কম্পিউটার থেকে বাংলাদেশে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ওয়েবসাইট (www.asnarvdp.gov.bd) এ ‘‘ব্যাটালিয়ন আনসার পদের জন্য আবেদন” লিংকে ক্লিক করে আবেদন করতে পারবেন। উক্ত লিংকটি ০৯ আগষ্ট , ২০২১ খ্রিঃ তারিখ হতে ২৬ আগষ্ট , ২০২১ খ্রিঃ তারিখ পর্যন্ত সক্রিয় থাকবে । অন-লাইনে রেজিস্ট্রেশনকালীন ফি বাবদ ২০০/– (দুইশত) টাকা আবেদন পাের্টালে প্রদর্শিত বিকাশ / রকেট / মােবিক্যাশ ইত্যাদির মাধ্যমে জমা দিতে হবে যা অফেরতযোগ্য।

আবেদনকালে আবেদনপত্র দাখিল ও ফি পরিশােধ সংক্রান্ত কোন সমস্যা হলে পরামর্শের জন্য ০১৮৪০১৯৭২০৭ , ০১৬২৯৪৬৪২৮৯ এবং ০১৫৩৪৭২৬৫৩৫ নম্বরে যােগাযােগ করতে হবে। অন-লাইনে আবেদনপত্র রেজিস্ট্রেশন সম্পন্ন হলে প্রত্যেক প্রার্থী রেফারেন্স আইডি পাবেন এবং উক্ত রেফারেন্স আইডি ও প্রিন্টকৃত আবেদনপত্র সংরক্ষণ করবেন।

পরবর্তীতে প্রার্থীর আবেদনে প্রদত্ত মােবাইল নম্বরে এসএমএস এর মাধ্যমে প্রবেশপত্র ডাউনলােড করার জন্য নির্দেশনা প্রদান করা হবে । প্রার্থীগণ অন-লাইনে উক্ত রেফারেন্স আইডির মাধ্যমে প্রবেশপত্র প্রিন্ট করে সংরক্ষণ করবেন এবং বাছাইয়ের লক্ষে নির্ধারিত সময়ে নির্ধারিত স্থানে প্রবেশপত্র ও আবেদনপত্রসহ উপস্থিত হবেন ।


আনসার ভিডিপি চাকরির খবর ২০২১

প্রার্থীদের মেডিক্যাল ও লিখিত পরীক্ষা গ্রহন

নির্বাচনের ক্ষেত্রে প্রার্থীদের পর্যায়ক্রমে প্রাথমিক ডাক্তারী পরীক্ষা, লিখিত পরীক্ষা এবং চূড়ান্ত ডাক্তারী পরীক্ষা গ্রহন করা হবে। শুধুমাত্র নির্বাচিত প্রার্থীদের Fasting Sugar, HbAIC, HBs Ag, Anti HCV, Serum Cretinine এবং Dope Test সম্পন্ন করানো হবে। উল্লেখ্য, Fasting Sugar & Serum Cretinine রক্ত পরীক্ষার যোগ্য, HBs Ag ও Anti HCV রক্ত পরীক্ষায় নেগেটিভ (Negative) এবং Dope Test (Urine) পরীক্ষায় Not Detected ফলাফল প্রাপ্ত প্রার্থীগণই চূড়ান্তভাবে নির্বাচিত বলে গণ্য হবেন। পরবর্তীতে পুলিশ ভিআর (VR) সম্পন্ন হওয়ার পর সঠিক তদন্ত প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষ নিয়োগপত্র প্রদান করা হবে।

বাংলাদেশ আনসার ভিডিপি নিয়োগ

  • আবেদন শুরু সময়ঃ ০৯ আগষ্ট ২০২১ তারিখ
  • আবেদন শেষ সময়ঃ ২৬ আগষ্ট ২০২১ তারিখ

ভিডিপি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

ভিডিপি অফিসিয়াল বিজ্ঞপ্তি


চাকরির বিষয়ে যেকোনো প্রশ্ন অথবা মতামত জানাতে নিচে কমেন্ট করতে পারেন। আশা করি উত্তর পাবেন। এই পোস্ট বিভিন্ন সোর্স এর মাধ্যমে প্রকাশিত। আপনাদের চাহিদা অনুযায়ী জব সার্কুলার প্রকাশ করে থাকে Job.Amarload.Com । প্রতিনিয়ত চাকরি খবর আপডেট পেতে  এই সাইট টি বুকমার্ক করে রাখুন।

Ansar VDP Job Circular- 2021

আনসার ভিডিপি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

Other tags

আনসার ভিডিপি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১, Ansar VDP Job Circular, আনসার ভিডিপি জব সার্কুলার ২০২১, আনসার ভিডিপি চাকরির খবর ২০২১, ভিডিপি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১, Bangladesh Ansar VDP Job Circular 2021, আনসার নিয়োগ 2021, আনসার নিয়োগ, Ansar Job Circular 2021, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নিয়োগ