বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ - Army Job Circular 2021
বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ - Army Job Circular 2021, বাংলাদেশ সেনাবাহিনী জব সার্কুলার ২০২১, সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি, সেনাবাহিনী চাকরি
বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ ঃ
বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ - Army Job Circular 2021
প্রকাশিত হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে ৮৮
তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্স আগামী ০৯ অষ্টোবর ২০২১ পর্যন্ত আবেদন করতে পারবেন।
তাই দেরি না করে আপনার যোগ্যতা ও অভিজ্ঞতা অনুযায়ী আপনি আবেদন করুন। তাছাড়া
আমাদের ওয়েবসাইটে সরকারি চাকরি, কোম্পানির চাকরির, বেসরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পেয়ে যাবেন। আরও এই ওয়েবসাইটে আপনারা পেয়ে যাবেন সাপ্তাহিক চাকরির খবর প্রতি বৃহস্পতিবার রাতে দেওয়া হয়। বাংলাদেশ সেনাবাহিনী জব সার্কুলার ২০২১ -এর সম্পূূর্ণ বিস্তারিত তথ্য সম্পর্কে নিচে দেয়া হল।
বাংলাদেশ সেনাবাহিনী জব সার্কুলার ২০২১
প্রতিষ্ঠানের নাম | বাংলাদেশ সেনাবাহিনী |
চাকরির ধরন | সরকারি চাকরি |
জেলা | সকল জেলা |
পদ সংখ্যা | ১০৯ টি |
খালি পদ | ৬২৮ জন |
অফিসিয়াল ওয়েবসাইট | ডিফেন্স চাকরির |
শিক্ষাগত যোগ্যতা | এসএসসি/এইচএসসি |
বয়সসীমা | ১৮-৩০ বছর |
আবেদনের প্রক্রিয়া | https://joinbangladesharmy.army.mil.bd/ |
অফিসিয়াল ওয়েবসাইট | https://www.army.mil.bd/ |
আবেদন শেষ সময় |
০৯ অষ্টোবর, ২০২১
|
আরও দেখুনঃ
সেনাবাহিনী নিয়োগ ২০২১
শারীরিক যোগ্যতা (ন্যূনতম):
শারীরিক যোগ্যতা | পুরষ প্রর্থীদের জন্য | মহিলা প্রর্থীদের জন্য |
---|---|---|
উচ্চতা | ১.৬৩ মিটার (৫ ফুট ৪ ইঞ্চি) | ১.৫৭ মিটার (৫ ফুট ২ ইঞ্চি) |
ওজন | ৫৪ কিলোগ্রাম (১২০ পাইন্ড) | ৪৭ কিলোগ্রাম (১০৪ পাইন্ড) |
বুক |
স্বাভাবিক - ০.৭৬ মিটার (৩০ ইঞ্চি) প্রসারণ - ০.৮১ মিটার (৩২ ইঞ্চি |
স্বাভাবিক - ০.৭১ মিটার (২৮ ইঞ্চি) প্রসারণ - ০.৭৬ (৩০ ইঞ্চি) |
Army Job Circular 2021
আবেদনকারীর ধরন:
ক্যাটাগরী | প্রার্থীর বিবরণ |
---|---|
সাধারণ (General) | ১২ ক্যাডেট কলেজ, এমসিএসকে, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ক্যাটাগরী ব্যতিত আবেদনকারীগণ সাধারণ প্রার্থী হিসেবে বিবেচিত হবেন। |
ক্যাডেট কলেজ (Cadet College) | শুধুমাত্র ১২ ক্যাডেট কলেজ এর আবেদনকারী প্রার্থীগণ ক্যাডেট কলেজ প্রার্থী হিসেবে বিবেচিত হবেন। |
এমসিএসকে (MCSK) প্রার্থী | শুধুমাত্র মিলিটারী কলেজিয়েট স্কুল, খুলনা (এমসিএসকে) এর আবেদনকারী প্রার্থীগণ এমসিএসকে প্রার্থী হিসেবে বিবেচিত হবেন। |
বিএনসিসি প্রার্থী (BNCC) | বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) সদর দপ্তরের আওতাধীন ০৫টি রেজিমেন্টের আবেদনকারীগণ বিএনসিসি প্রার্থী হিসেবে বিবেচিত হবেন। |
সশস্ত্র বাহিনীর প্রার্থী (Sainik) | সশস্ত্র বাহিনীতে কর্মরত আবেদনকারী প্রার্থীগণ সশস্ত্র বাহিনী প্রার্থী হিসেবে বিবেচিত হবেন। |
বয়স:
০১ জুলাই ২০২২ তারিখে ১৭-২১ বছর (এফিডেভিট গ্রহণযোগ্য নয়); সশস্ত্র বাহিনীতে
কর্মরত প্রার্থীদের জন্য ০১ জুলাই ২০২২ তারিখে ১৮-২৩ বছর।
বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ ২০২১
শিক্ষাগত যোগ্যতা:
(১) জাতীয় মাধ্যম: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট/সমমান
পরীক্ষায় যে কোন একটিতে জিপিএ ৫.০০ ও অন্যটিতে জিপিএ ৪.৫০ পেয়ে উত্তীর্ণ।
(২) ইংরেজী মাধ্যম: ও লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ৩টিতে এ
গ্রেড, ৩টিতে বি গ্রেড এবং এ লেভেলে ২ টি বিষয়েই ন্যুনতম বি গ্রেড পেয়ে
উত্তীর্ণ। অথবা, ও লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ২টিতে এ গ্রেড, ৩টিতে
বি গ্রেড ও ১টিতে সি গ্রেড এবং এ লেভেলে ২ টি বিষয়েই ১টিতে এ গ্রেড ও ১টিতে
বি গ্রেড পেয়ে উত্তীর্ণ।
(৩) সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের জন্য: এইচএসসি ও এসএসসি উভয়
পরীক্ষায় পৃথকভাবে ন্যুনতম জিপিএ ৪.০০ পেয়ে উত্তীর্ণ।
(৪)
২০২১ সালের নিয়মিত এইচএসসি/এ লেভেল পরীক্ষার্থীদের আবেদন প্রক্রিয়া:
বিশেষভাবে উল্লেখ্য, ২০২১ সালের নিয়মিত এইচএসসি/এ লেভেল পরীক্ষার্থীগণও আবেদন
করতে পারবেন। তবে সে ক্ষেত্রে এসএসসি (SSC)-তে অবশ্যই জিপিএ-৫/ও লেভেল
পরীক্ষায় ৬টি বিষয়ের মধ্যে ৩টিতে এ গ্রেড, ৩টিতে বি গ্রেড/সমমান ফলাফল
থাকতে হবে। তবে, বিএমএ যোগদানের পূর্বে ফলাফল প্রকাশিত হতে হবে এবং ফলাফল
ব্যতীত কোন প্রার্থী বিএমএ-তে যোগদান করতে পারবে না।
Army Job Circular
সেনাবাহিনী অফিসিয়াল বিজ্ঞপ্তি
আবেদন শেষ তারিখঃ ০৯ অষ্টোবর, ২০২১
আবেদনের ঠিকানাঃ
https://www.army.mil.bd
সেনাবাহিনী নিয়োগ ২০২১ সিভিল
বাংলাদেশ সেনাবাহিনীর নিম্ন সংগঠনে “জাতীয় বেতন স্কেল ২০১৫”
অনুযায়ী ১১তম হতে ২০তম গ্রেডের নিচে বর্ণিত অসামরিক স্থায়ী/অস্থায়ী পদে
নিয়োগের জন্য যোগ্যতা সম্পন্ন বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করা
যাচ্ছে।
আবেদনের শেষ তারিখ: ৩১ আগষ্ট ২০২১
Bangladesh Army Job Circular 2021
বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
Others tag
বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১, Army Job Circular
2021, Army Job Circular, বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ
২০২১, সেনাবাহিনী নিয়োগ ২০২১, বাংলাদেশ সেনাবাহিনী জব সার্কুলার
২০২১, বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ, Bangladesh Army Sainik Job
Circular 2021, সেনাবাহিনী নিয়োগ, সেনাবাহিনী নিয়োগ
বিজ্ঞপ্তি।