বাংলাদেশ মেরিন একাডেমি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ - Bangladeshi Marine Academy Job Circular 2021
বাংলাদেশ মেরিন একাডেমি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ - Bangladeshi Marine Academy Job Circular 2021. বাংলাদেশ মেরিন একাডেমিতে চাকরির সার্কুলার ২০২১.
বাংলাদেশ মেরিন একাডেমি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ ঃ
বাংলাদেশ মেরিন একাডেমি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ - Bangladeshi Marine Academy
Job Circular 2021
প্রকাশিত হয়েছে। বাংলাদেশ মেরিন একাডেমি, চট্রগ্রাম নিম্নোক্ত
শূণ্যপদ পূরনের জন্য বাংলাদেশী স্থায়ী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করা
যাচ্ছে। বাংলাদেশ মেরিন একাডেমি সার্কুলারে ৩টি পদে ৫ জনকে নিয়োগ দেওয়া
হয়েছে।
তাই দেরি না করে আপনার যোগ্যতা ও অভিজ্ঞতা অনুযায়ী আপনি আবেদন করুন। তাছাড়া
আমাদের ওয়েবসাইটে
সরকারি চাকরি, বেসরকারি চাকরি,
কোম্পানির চাকরির
নিয়োগ বিজ্ঞপ্তি পেয়ে যাবেন। আরও এই
ওয়েবসাইটে আপনারা
পেয়ে যাবেন
সাপ্তাহিক চাকরির খবর
প্রতি বৃহস্পতিবার রাতে দেওয়া হয়।
বাংলাদেশ মেরিন একাডেমি জব সার্কুলার ২০২১ -এর সম্পূূর্ণ
বিস্তারিত তথ্য সম্পর্কে নিচে দেয়া হল।
বাংলাদেশ মেরিন একাডেমি জব সার্কুলার ২০২১
প্রতিষ্ঠানের নাম | বাংলাদেশ মেরিন একাডেমি |
চাকরির ধরন | সরকারি চাকরি |
পদ সংখ্যা | ৩ টি |
খালি পদ | ৫ জন |
শিক্ষাগত যোগ্যতা | অষ্টম/এইচএসসি |
বয়সসীমা | ১৮-৩০ বছর |
আবেদনের মাধ্যম | ডাকযোগে |
অফিসিয়াল ওয়েবসাইট | https://macademy.gov.bd/ |
আবেদন শেষ সময় |
০৯ সেপ্টেম্বর, ২০২১ তারিখ
|
আরও দেখুনঃ
Bangladeshi Marine Academy Job Circular 2021
পদের নামঃ সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর
পদ সংখ্যাঃ ১ টি
শিক্ষাগত যোগ্যতাঃ নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাশ হতে হবে।
সাঁটলিপি ও কম্পিউটার টাইপ জানতে হবে।
বেতনঃ ১০,২০০-২৪,৬৮০/- টাকা
পদের নামঃ নিরাপত্তা প্রহরী
পদ সংখ্যাঃ ৩ টি
শিক্ষাগত যোগ্যতাঃ অষ্টম শ্রেণী পাশ ও অবশ্যই শারীরিক যোগ্যতা
থাকতে হবে।
বেতনঃ ৮,২৫০-২০,০১০/- টাকা
পদের নামঃ সুইমিংপুল এটেনডেন্ট
পদ সংখ্যাঃ ১ টি
শিক্ষাগত যোগ্যতাঃ অষ্টম শ্রেণী পাশ ও জীবন রক্ষা বা সাতাঁরে
অভিজ্ঞতা থাকিতে হবে।
বেতনঃ ৮,২৫০-২০,০১০/- টাকা
আবেদনের শেষ তারিখ: ০৯ সেপ্টেম্বর, ২০২১
আবেদনের ঠিকানা:
কমান্ড্যান্ট, বাংলাদেশ মেরিন একাডেমী, চট্টগ্রাম
বাংলাদেশ মেরিন একাডেমি নিয়োগ ২০২১
বাংলাদেশ মেরিন একাডেমি অফিসিয়াল বিজ্ঞপ্তি
Bangladeshi Marine Academy Job Circular 2021
মেরিন একাডেমির ওয়েবসাইট (www.macademy.gov.bd) থেকে আবেদন ফরম সংগ্রহ করে
আবেদন করতে হবে। কমান্ড্যান্ট, বাংলাদেশ মেরিন একাডেমী, চট্টগ্রাম এর বরাবরে
আবেদন করে আগামী ০৯/০৯/২০২১ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে পৌঁছাতে হবে।
১নং পদের ক্ষেত্রে ১০০/- (একশত) টাকা এবং ২নং ও ৩নং পদের ক্ষেত্রে ৫০/-
(পঞ্চাশ) টাকা কমান্ড্যান্ট, বাংলাদেশ মেরিন একডেমি, চট্রগ্রাম অনুকূলে সোনালী
ব্যাংক লিমিটেড/বাংলাদেশ ব্যাংকে ট্রেজারী চালানের মাধ্যমে কোড নং
১-৫২৩৬-০০০১-২৬৮১ তে জমা করে চালানের মূল কপি আবেদনের সাথে জমা দিতে হবে।
আবেদনপত্র প্রেরণের খামের উপরের আবেদনকৃত পদের নাম ও নিজ জেলার নাম অবশ্যই উল্লেখ করতে হবে। ০৯/০৯/২০২১ তারিখে বয়সসীমাঃ ১৮ হতে ৩০ বছর।
মুক্তিযোদ্ধার সন্তান ও প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সীমা ৩২ বছর পর্যন্ত
শিথিলযোগ্য। জাতীয় পরিচয়পত্র আথবা জন্ম নিবন্ধন সনদের কপি আবেদন পত্রের সাথে
দিতে হবে।
বাংলাদেশ মেরিন একাডেমিতে চাকরির সার্কুলার ২০২১
সকল জেলার মুক্তিযোদ্ধা/মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা/পুত্র-কন্যার পুত্র কন্যা,
এতিমখানার নিবাসী, প্রতিবন্ধী, মহিলা, উপজাতীয়, আনসার ও গ্রাম প্রতিরক্ষা
বাহিনী আবেদন করতে পারবেন (এক্ষেত্রে যথাযথ সনদ দাখিল করবেন)।
আবেদনপত্রের সাথে সদ্য তোলা ৩ (তিন) কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি,
ইউনিয়ন পরিষদ/পৌরসভা চেয়ারম্যান/ সিটি কর্পোরেশন এর ওয়ার্ড কমিশনার কর্তৃক
স্থায়ী নাগরিকত্ব সনদপত্র, শিক্ষাগত যোগ্যতা, জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম
নিবন্ধ এবং অভিজ্ঞতাসহ সকল সনদ পত্রের কপি (নূন্যতম ০৯ গ্রেড গেজেটেড অফিসার
কর্তৃক সত্যায়িত এবং নামসহ সীল মোহরযুক্ত হতে হবে) সত্যায়িত ও নূন্যতম ০৯
গ্রেড গেজেটেড কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদপত্রের মূলকপি অব ত করতে হবে।
চাকরির বিষয়ে যেকোনো প্রশ্ন অথবা মতামত জানাতে নিচে কমেন্ট করতে পারেন। আশা করি
উত্তর পাবেন। এই পোস্ট বিভিন্ন সোর্স এর মাধ্যমে প্রকাশিত। আপনাদের চাহিদা
অনুযায়ী জব সার্কুলার প্রকাশ করে থাকে
Job.Amarload.Com । প্রতিনিয়ত চাকরি খবর
আপডেট পেতে এই সাইট টি বুকমার্ক করে রাখুন।
বাংলাদেশ মেরিন একাডেমি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
Bangladeshi Marine Academy Job Circular 2021
Others tag
বাংলাদেশ মেরিন একাডেমি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১, Bangladeshi Marine
Academy Job Circular 2021, বাংলাদেশ মেরিন একাডেমিতে চাকরির সার্কুলার
২০২১, বাংলাদেশ মেরিন একাডেমি নিয়োগ ২০২১, বাংলাদেশ মেরিন একাডেমিতে
চাকরির খবর।