বিমান বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ - Biman Bahini Job Circular 2021
বিমান বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ঃ
বিমান বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ - Biman Bahini Job Circular প্রকাশিত হয়েছে। বিমান বাহিনীতে বেশ সংখ্যক পদে জনবর নিয়োগ দেওয়া হয়েছে। তাই দেরি না করে আপনার যোগ্যতা ও অভিজ্ঞতা অনুযায়ী আপনি আবেদন করুন। তাছাড়া আমাদের ওয়েবসাইটে সরকারি চাকরি, বেসরকারি চাকরি, কোম্পানির চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেয়ে যাবেন। আরও এই ওয়েবসাইটে আপনারা পেয়ে যাবেন সাপ্তাহিক চাকরির খবর প্রতি বৃহস্পতিবার রাতে দেওয়া হয়। বিমান বাহিনী জব সার্কুলার ২০২১ -এর সম্পূূর্ণ বিস্তারিত তথ্য সম্পর্কে নিচে দেয়া হল।
Biman Bahini Job Circular 2021
প্রতিষ্ঠানের নাম | বিমান বাহিনী |
চাকরির ধরন | সরকারি চাকরি |
পদ সংখ্যা | বিজ্ঞপ্তিতে দেখুন |
খালি পদ | অনির্দিষ্ট |
আবেদন শুরুর তারিখ | ১০ আগষ্ট, ২০২১ |
শিক্ষাগত যোগ্যতা | এসএসসি পাশ |
বয়সসীমা | ২৪ বছর |
আবেদনের মাধ্যম | অনলাইনে |
অফিসিয়াল ওয়েবসাইট | https://www.police.gov.bd/ |
আবেদন শেষ সময় |
৩১ আগষ্ট, ২০২১ তারিখ
|
আরও পড়ুনঃ
বিমান বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
- টেকনিক্যাল ট্রেড (পুরুষ): এসএসসিতে বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ ৩.৫/সমমান।
- নন টেকনিক্যাল (পুরুষ): এসএসসিতে যে কোনাে শাখায় ন্যূনতম জিপিএ -৩.৫/সমমান।
- এমটিওএফ (পুরুষ): এসএসসিতে বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ ৩.০/সমমান।
- প্রভােস্ট (পুরুষ ও মহিলা): এসএসসিতে যে কোনাে শাখায় ন্যূনতম জিপিএ ৩.৫/সমমান।
- চিকিৎসা সহকারী (পুরুষ ও মহিলা): এসএসসিতে জীববিজ্ঞানসহ বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ ৩.৫/সমমান।
- পিএফএন্ডডিআই (পুরুষ ও মহিলা): এসএসসিতে যে কোনাে শাখায় ন্যূনতম জিপিএ ৩.৫/সমমান।
- আইটি সহকারী (পুরুষ): এসএসসিতে বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ ৩.৫/সমমান।
বিমান বাহিনী জব সার্কুলার ২০২১
- অন্যান্য যোগ্যতাঃ
উচ্চতা (পুরুষ):
- সকল ট্রেড: ন্যূনতম ৫ ফুট ৪ ইঞ্চি।
- পিএফএওডিআই ও প্রভােস্ট: ন্যূনতম ৫ ফুট ৮ ইঞ্চি।
- ও চিকিৎসা সহকারী: ন্যূনতম ৫ ফুট।
- পিএফএওডিআই ও প্রভােস্ট: ন্যূনতম ৫ ফুট ৩ ইঞ্চি।
ওজন: বয়স ও উচ্চতা অনুযায়ী ।
বুকের মাপ (পুরুষ): ন্যূনতম ৩০ ইঞ্চি। প্রসারণ: ২ ইঞ্চি।
চোখ: ৬/৬ স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন (বর্ণান্ধ গ্রহণযােগ্য নয়)।
Bangladesh Biman Bahini Job Circular 2021
বিমান বাহিনী নিয়োগ ২০২১
এমওডিসি এয়ার নিয়োগ বিজ্ঞপ্তি
আবেদনের নিয়মঃ
অনলাইন পদ্ধতিতে সরাসরি www.joinbangladeshairforce.mil.bd ওয়েবসাইটে apply Now’- ক্লিক করে পরবর্তী নির্দেশনা অনুযায়ী রেজিষ্ট্রেশন করে অনলাইন পদ্ধতিতে ২০০/- (দুইশত পঞ্চাশ টাকা) পরিশােধ করা হলে রেজিস্ট্রিকৃত মােবাইল নম্বরে ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রেরণ করা হবে। এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে ‘Login’-এ ক্লিক করে অনলাইনে আবেদনপত্র পূরণ ও প্রিন্ট করতে হবে। এরপর উক্ত আবেদনপত্র প্রাথমিক লিখিত পরীক্ষার নির্ধারিত তারিখে প্রয়ােজনীয় সংখ্যক ছবি ও অন্যান্য সনদের ফটোকপিসহ বিমান বাহিনী তথ্য ও নির্বাচনী কেন্দ্রে জমা দিতে হবে।